আপডেট তথ্যঃ

ডিজিটাল মার্কেটিং উইথ বায়ার হান্টিং কমপ্লিট ফ্রিল্যান্সিং কোর্স ব্যাচ-৪ এ ভর্তি চলছে। ভর্তি চলবে ১০ই অক্টোবর পর্যন্ত। ক্লাস শুরু ১২ই অক্টোবর থেকে। কোর্স ফি ৫৫০০ টাকা। দুইবারে পেমেন্ট করার সুযোগ রয়েছে, অর্থাৎ ভর্তি শুরুতে ৩৫০০ এবং পরবর্তী মাসে ঠিক একই তারিখের মধ্যে বাকি ২০০০ টাকা। একই সাথে সম্পূর্ণ ফি পেমেন্ট করলে ৫০০০ টাকা পে করলেই হবে, অর্থাৎ আপনি ৫০০ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন।

Terms and Conditions

ব্যবহারের শর্তাবলী

এই ব্যবহারের শর্তাবলী (“শর্তাবলী”) সর্বশেষ আপডেট করা হয়েছিল ২০ মে, ২০২২ তারিখে।

আমরা Freelancing School BD আপনাকে একটি উচ্চ মানের পরিষেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

আমরা কোনো কারণে বা শর্তের জন্য আমাদের মানের সঙ্গে আপস করি না। এই মান বজায় রাখার জন্য, আমাদের কিছু নীতি খুব কঠোরভাবে অনুসরণ করতে হবে যাকে বলা যেতে পারে ‘পরিষেবার শর্তাবলী’ বা ‘টার্মস অ্যান্ড কন্ডিশনস’।

Freelancing School BD, আমাদের প্রশিক্ষণ এবং আমাদের পরিষেবা ব্যবহার করার আগে, যেকোনো ধরনের বিব্রতকর পরিস্থিতি এড়াতে এবং একটি সুস্থ সম্পর্ক বজায় রাখতে আমাদের পরিষেবার শর্তাবলী সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন।

আপনি যদি আমাদের সাথে একমত না হন তবে দয়া করে এখানে থামুন এবং আমাদের ছেড়ে দিন। আমাদের ওয়েবসাইট পরিদর্শন করে, আপনি আপনার সম্পূর্ণ সম্মতি দিচ্ছেন যে আপনি নিম্নলিখিত উল্লিখিত বিষয়গুলির সাথে একমত।

০১। কোনভাবেই একজনের জিমেইল কিংবা ফেসবুক আইডি অন্য কাউকে দিয়ে চালানো যাবে না অথবা প্রোভাইড করা যাবে না।
০২। ক্লাস চলাকালীন কিংবা সাপোর্টের সময়ে কোনভাবেই একজন স্টুডেন্টকে অন্যজন অকথ্য ভাষায় কোন প্রকার কথা বলা যাবে না।
০৩। কোন প্রতিষ্ঠান বা কোন মেন্টরকে নিয়ে ছোট করে আমাদের জুম সাপোর্টে কোন ধরনের কথা বলা যাবে না।
০৪। মান্থলি পেমেন্টের টাকা পরবর্তী মাসের ১১ থেকে ১৫ তারিখের মধ্যেই পরিশোধ করতে হবে অন্যথায় Freelancing School BD কর্তৃপক্ষ যেকোনো সময় আপনার এডমিশন বাতিল করার সামর্থ্য রাখে।
০৫। আমাদের প্রোভাইডকৃত ভিডিও বা যেকোন ধরনের তথ্য অন্য কাউকে শেয়ার করলে আপনার এডমিশন যেকোনো সময় বাতিল হতে পারে।
০৬। প্রতিদিনের হোমওয়ার্ক প্রতিদিন কমপ্লিট করার মন-মানসিকতা রাখতে হবে।
০৭। যতদূর সম্ভব অনলাইন জুম সাপোর্টে জয়েন থাকার চেষ্টা করতে হবে অথবা যে সময় প্রবলেম হবে সরাসরি জুমে জয়েন করে সাপোর্ট নিতে হবে।
০৮। ক্লাসে জয়েন করার পূর্ব প্রস্তুতি হিসেবে ল্যাপটপ ও ডাটা কানেকশন ঠিক রাখতে হবে।
০৯। নির্দিষ্ট সময়ে ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং কোনভাবেই আমাদেরকে না জানিয়ে তিন দিনের বেশি ক্লাসে অনুপস্থিত থাকা যাবে না।

বি.দ্র.: উপরোক্ত শর্তসমূহ রিফাত স্যার দ্বারা নির্ধারিত এবং এটি মানার মাধ্যমে একটি সুন্দর ও সুস্থ শেখার পরিবেশ বজায় রাখা সম্ভব।

Scroll to Top